মার্চ মাসে দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা প্রভাষক মোছাঃ মাকছুদা বেগম

সাকিব হাসান চৌধুরী সাম্য”গাইবান্ধা প্রতিনিধিঃ- সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোছাঃ মাকছুদা বেগম ডিজিটাল কন্টেন্ট নির্মানে মার্চ মাসে দেশ সেরা হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন” প্রায় ছয় লক্ষাধিক আইটি বিশেষজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আসছেন তাদেরই একজন প্রভাষক মোছাঃ মাকছুদা বেগম সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।
প্রভাষক মোছাঃ মাকছুদা বেগম, ডিজিটাল কনটেন্ট নির্মান, মুক্তপাঠ, মাইক্রোসফট ইন এডুকেশনের বিভিন্ন প্লাটফর্মে কাজ করছেন।
এছাড়াও তিনি করোনাকালীন এই সময়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য “গাইবান্ধা ডিইও অফিস অনলাইন স্কুল” সহ অন্যান্য পেইজে ৪০০ এর অধিক ক্লাস নিয়েছেন।
তিনি শিক্ষক বাতায়নে ICT4E District Ambassador, Gaibandha হিসেবে নিযুক্ত আছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তিনি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান।