সারাদেশের ন্যায় গাইবান্ধাও লক ডাউন; তবে সঠিক ভাবে মানছে না জনগণ

সাকিব হাসান চৌধুরী সাম্য”গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।
গাইবান্ধায়ও চলছে লক ডাউন, তবে মুখে লকডাউন বলা হলেও তেমন ভাবে মানছে না কেউই।
যাত্রীবাহী বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি চাপ চোখে পড়ার মতো।
এমনকি যানজট এড়াতে বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশকে রাস্তার সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
কিছু্ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের তৎপরতা দেখা গেলেও অনেক স্থানেই পুলিশের ছিলনা বিশেষ নজরদারি।
গন পরিবহন বন্ধ থাকলেও যাত্রীরা নানা অযুহাতে চলাচল করছে। এমন কি জেলার বিভিন্ন স্থানে খোলা ছিল হোটেল রেস্তরা।
অনেকে আবার নির্দিধায় খুলে রেখেছিল দোকান পাটও।
তবে লক ডাউন দেওয়া কারনে আগে তুলনায় যান চলাচল কম ছিল।
তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের আনাগোনা।
আবার গণপরিবহন চলাচল না করায় অনেক কেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
এছাড়া লক ডাউনে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশের একটি ইউনিট জন সাধারণ ও গন পরিবহন চালকেদের মাঝে মাস্ক বিতরণ করেন।